Facebook caption 2025 | facebook post caption bangla 2025 | fb caption bangla

1. আমি তো তোমাকেই খুঁজি সকাল, দুপুর, সাঁঝে__ তুমিও নাহয় একটু খোঁজ' সময়-অসময়ের মাঝে! খোঁজ বা নাই'বা আমায় বুঝো, তবু আড়াল থেকে- ভালোবাসতে আমায় দিও!

2. দিন শেষে পাখিরা চলে যায়, যার যার নীড়ে__ যাত্রীরা চলে যায় শেষ ট্রেন নিয়ে" --একটি পাখি থেকে যায়। কে যেন বলেছিলো তারে! থাকো__ 'আসছি একটু পরে |

3.আমার সমস্ত শ্রাবণ তোমার জীবনে চির বসন্ত হয়ে ঝরুক__ আমার প্রতি তোমার অবহেলা, ঘৃণা, ক্ষোভ গুলো তিলে তিলে মরুক॥

4. দেখি কার দুঃখে কে শক্তিশালী হয়, কার সুখে কে কাতর__মৃত্যু এসে আমাকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত__ আমি কোথাও যাচ্ছি না, কোথাও যাওয়ার তাড়া নেই!

5. বসন্তের বৃষ্টিতে ধুয়ে যাক শীতের ধুলো মাখা কষ্টের আবরন। পৃথিবীর দেহ গুলো ফিরে পাক সবুজের স্নিগ্ধতা__ বহুদিন সবুজ দেখেনি অবশিষ্ট ডাল-পালা গুলো, দেখেনি_ "মাটিতে পরে থাকা শুকনো পাতারাও!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url