Best Sadness Captions for Facebook 2024 | ফেসবুকের জন্য সেরা কষ্টের ক্যাপশন ২০২৪
Look at me, meet me, one day I will miss you very much. After you are gone, I will be bitten by the insect of memory, just as the insect of memory will bite you, I will bite the path of the soul.
Take a look, take a look - one day I would like to see you very much! Heydin tamam duinna khuizao am not getting, I can't see you. As if I can't see you. That's what you will do! Just as the flying bird has taken me away, I will also take away the pain of not seeing you.
You see, one day my Laiga will complain about your chest and your Laigai. Can you be lazy? Can you spoil your own land by preparing the way to be slow?
I will hum happily beside your chair, but you are not happy! Only you will feel this! Can't cry, can't be held accountable.
You are gone like my chest shot on the battlefield! One day I do not have, you will also have such a disease!
তুমি দেইখা নিও, মিলাইয়া নিও,একদিন আমারে তোমার খুব কইরা মনে পড়বো।মন পুড়বো মনে পইড়া। তুমি চইলা যাওনের পর আমারে যেমন কইরা কামড়ে ধরে স্মৃতির পোকায়, তেমন কইরা স্মৃতি পোকায় তোমারেও কামড়ে মাইরবো, কামড়ে ধইবো আত্মার অলিগলি, মেঠোপথ।
তুমি দেইখা নিও,মিলাইয়া নিও– একদিন আমারে তোমার খুব কইরা দেখবার মন চাইবো! হেইদিন তামাম দুইন্না খুইজাও আমারে পাইবা না,দেখবার পারবা না।যেমন কইরা তোমারে না দেইখবার না পাইয়া অসুখে ছটফট করছি,পানির মাছ ডাঙা পাওনের মতান। তেমন কইরা ছটফট করবা! যেমন কইরা পরাণ পাখি উড়ুউড়ু কইরা উড়াইয়া নিছে আমারে,তোমারেও উড়াইয়া নিবো আমারে না দেখবার অসুখ।
তুমি দেইখা নিও, একদিন আমার লাইগা তোমার বুকখানি তোমার লাইগাই অভিযোগ আইবো। ক্যান ছ্যাইড়া গ্যালা?ক্যান ধইরা রাখাবার পথ গুছাইয়া নষ্ট করলা নিজের জমিন।
তোমার চাইরটা পাশ সুখে গুমগুম কইবো, তবুও তুমি সুখে নাই! এইডা শুধু তুমিই টের পাইবা! কান্না আইবো কানবার পারবা না জবাবদিহিতায়।
তোমার নাই হইয়া যাওন যেমন কইরা আমার যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ বুক! একদিন আমার নাই হওন, তোমারও হইবো এমন একটা অসুখ!
😔💔🥀