Best Captions for Facebook Dear Ex. ফেসবুকের জন্য সেরা ক্যাপশন প্রিয় প্রাক্তন.!😔🥀
Dear Ex.!
I addressed you as dear! Although you are not my favorite person, and not unloved! I don't know what the relationship between beloved and unloved is! I don't know much because I'm not an expert! But I have no regrets! Regret is the only one why you did not stay for me Amrita! I needed you so much!
I am being burned by the fire of pride and loneliness every day, little by little life is decreasing with the will to live! Sometimes I feel that if I could have hugged you, the fire inside would have been extinguished and my life would have increased a little!
But that is not possible, as it is not possible to forget you! There's a chance God willing, we'll meet again on some busy street! Then I will see you again! I was waiting for that day.!
প্রিয় প্রাক্তন.!
আপনাকে প্রিয় বলেই সম্মোধন করলাম! যদিও আপনি এখন আমার প্রিয় মানুষ নন, আবার অপ্রিয় ও নন! প্রিয় আর অপ্রিয়-র মাঝামাঝি সম্পর্ক-কে কি বলে আমার জানা নেই! সবজান্তা নই বলে আমার অনেক কিছুই জানা নেই! তবে এতে আমার কোনো আফসোস নেই! আফসোস শুধু একটাই কেনো আপনি আমার হয়েও আমার হয়ে আমৃতা থাকলেন না! আপনাকে আমার খুব করে প্রয়োজন ছিলো!
অভিমান আর একাকিত্বের আগুনে রোজ দগ্ধ হচ্ছি, একটু একটু করে আয়ু কমে যাচ্ছে সাথে বাঁচার ইচ্ছে ও! মাঝে মাঝে মনে হয় আপনাকে যদি জড়িয়ে ধরা যেতো ভিতরের আগুন নিভে গিয়ে আমার
আয়ু খানিকটা বেড়ে যেত!
কিন্তু সেটা সম্ভব নয়, যেমন আপনাকে ভুলে থাকাও সম্ভব নয়! একটা সম্ভাবনা আছে যদি সৃষ্টিকর্তা চায়, কোনো এক ব্যাস্ত রাস্তায় আমাদের আবার দেখা হবে! তখন আপনাকে দুচোখ ভরে আরেকবার দেখে নিবো! সেই দিনটির অপেক্ষায় রইলাম.!